বাসস
  ১১ আগস্ট ২০২৫, ২০:৩০

বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা । ছবি : বাসস

বান্দরবান, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ‘জিপিএ ৫’ প্রাপ্ত ৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে বান্দরবান পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া প্রমুখ। 

অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রাইজবন্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।