বাসস
  ১১ আগস্ট ২০২৫, ২০:১৮
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২০:২৭

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন। ছবি: বাসস

‎বাগেরহাট, ১১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার চিতলমারী উপজেলায় আজ গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 
এ কর্মসুচতে চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি একরামুল হক মুন্সী, সাংবাদিক অরুন কুমার সরকার, পঙ্কজ কুমার মন্ডল, ডিবিসি টেলিভিশনের সৈকত মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।