বাসস
  ১১ আগস্ট ২০২৫, ২০:২৬

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর

চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। 

প্রায় ১১ মাস প্রশাসকের নিয়ন্ত্রণে থাকার পর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

আজ সোমবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ৩০ আগস্ট গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন সদস্যদের সঙ্গে বৈঠকে প্রতিনিধি নির্বাচন করা হবে। ৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ অক্টোবর প্রকাশ করা হবে।

নির্বাচন বোর্ডে আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহমেদ হাসান। নির্বাচন বোর্ড গঠিত হয়েছে গত এপ্রিলে। 

চেম্বারে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। পরবর্তী সময়ে নির্বাচন হলেও ভোটগ্রহণ হয়নি। এই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ প্রভাব খাটিয়ে ও কারসাজি করে তার পছন্দের ব্যবসায়িদের চেম্বারের নেতৃত্বে বসান। গত বছরের আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর চেম্বারের সভাপতি, দুই সহ-সভাপতি ও ২১ পরিচালক পদত্যাগ করেন।

১৯০৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাসে এটি প্রথমবারের মতো সম্পূর্ণ পর্ষদের একযোগে পদত্যাগ। এরপর নতুন ভোটার তালিকা প্রস্তুতের দাবি জোরদার হয়।

সরকারি ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শুরুতে ১২০ দিন ছিল, পরে দুই দফায় বাড়ানো হয়। সর্বশেষ ৩ জুলাই ৬০ দিন মেয়াদ বৃদ্ধি করা হয়, যা আগামী ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে।