বাসস
  ১১ আগস্ট ২০২৫, ১১:০১
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:১০

ধোবাউড়া মহিলা দলের সন্মেলন : শহীদ মাজেদুল স্মরণে সভা ও দোয়া মাহফিল

ছবি: বাসস

ময়মনসিংহ, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে শহীদ মাজেদুল ইসলাম স্মরণে সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

গতকাল ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো মাঠে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। কর্মী সম্মেলনে  পুস্পা নাহারকে সভানেত্রী ও তাহমিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কর্মী সম্মেলনে  জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর সঞ্চালনায় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও  উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি সালেহা আক্তার , সিনিয়র যুগ্ম সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি , সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম, সহ সাংগঠনিক সম্পাদিকা তাহমিনা বেগম, সদস্য পুষ্পা নাহার প্রমুখ  বক্তৃতা করেন ।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান গণমানূষের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি শিগগিরই জনগণের মাঝে ফিরে আসছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান শহীদের রক্তঋণ পরিশোধ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।

এছাড়া এমরান সালেহ প্রিন্স গতকাল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাদ্রাসা মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাফেজ মাজেদুল ইসলমের প্রথম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

গামারীতলা ইউনিয়নের দড়িপাড়া গ্রাম নিবাসী হাফেজ মাজেদুল গত বছর ৫ আগস্ট ঢাকার উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট ইন্তেকাল করেন। 

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।