বাসস
  ১০ আগস্ট ২০২৫, ১৮:৫৯

চট্টগ্রাম বন্দরে ৫জি স্মার্ট সেবা, চবক-রবি চুক্তি

চট্টগ্রাম বন্দরে ৫জি স্মার্ট সেবা, চবক-রবি চুক্তি। ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ফাইভ জি প্রযুক্তির ভিত্তিতে স্মার্ট পোর্ট সেবা চালু করার লক্ষ্যে রবি অ্যাক্সিনেটেক পিএলসির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

আজ চট্টগ্রাম বন্দর ভবনে দু’পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান ও রবি অ্যাক্সিনেটেকের সিইও আদিল হোসেন নোবেল চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

চবক সূত্রে জানা যায়, চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরে ৫জি প্রযুক্তির প্রাইভেট নেটওয়ার্ক স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে। 

স্মার্ট পোর্ট সেবায় থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় পরীক্ষা ল্যাব, স্মার্ট এক্সেস কন্ট্রোল এবং যানবাহন ও গ্যান্ট্রি ক্রেনের বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান বলেন, ‘দেশের প্রধান বন্দরটিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট পোর্টে রূপান্তরের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রবি অ্যাক্সিনেটেকের ৫জি প্রযুক্তি দেশের বন্দর সেবাকে আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আমরা চাই, রবি কাজটি চলতি বছরের মধ্যে শেষ করবে।’