শিরোনাম
নারায়ণগঞ্জ, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. দিপু (১০)। সে সেনপাড়ার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সাগরের ছেলে।
দুর্ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মালবাহী একটি ট্রাক সাইকেল আরোহী দিপুকে ধাক্কা দেয়। এতে দিপু ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শিশুটিকে ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। ওই চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের লিখিত আবেদনে প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।