শিরোনাম
কুমিল্লা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): কুমিল্লায় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভূক্ত মেঘনা উপজেলা, হোমনা উপজেলা ও পৌরসভা, দেবিদ্বার উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা হয়েছে।
বৃহস্পতিবারের সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের টিম লিডার ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ।
প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মুজিবুল্লাহ মুজিব, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মোল্লাসহ সংশ্লিষ্ট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।