শিরোনাম
ঢাকা, ৬ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত প্রকৌশলীদের সংগঠন বাপাউবো প্রকৌশলী সমিতির উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর), কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা- প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ, পিইঞ্জ-কে আহ্বায়ক; অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), মধ্য-পশ্চিমাঞ্চল, ফরিদপুর-প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ-কে যুগ্ম-আহ্বায়ক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), বাপাউবো প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভাগ্যকূল- প্রকৌশলী আবু সালে মোহাম্মদ তোফায়েল চৌধুরী-কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পেশাগত সংকট নিরসন, নীতিগত পরামর্শ প্রদান, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার করাসহ বাপাউবো'র উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্যে।
গত ২১ জুলাই বাপাউবো'র বিভিন্ন স্তরের প্রকৌশলীগণদের উপস্থিতিতে একটি সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে কমিটি দুইটি গঠিত হয়। সভায় বাপাউবো'র প্রকৌশলীগণ সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংগঠনটিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ৪ আগস্ট এ কমিটি প্রকাশ করা হয়েছে।