বাসস
  ০১ আগস্ট ২০২৫, ১১:৪৪

ঢাবিতে জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী সেমিনার সিরিজ

ছবি : বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে মাসব্যাপী সেমিনার সিরিজের অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন অনুষদ ও বিভাগে পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা জুলাই যোদ্ধাদের ঋণ স্মরণে রেখে বৈষম্যহীন ও ন্যায্য সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কলা অনুষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের পুনরাবৃত্তি ও নব নির্মাণ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

সেমিনারে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, পদার্থবিজ্ঞান, রসায়ন ও মনোবিজ্ঞান বিভাগেও পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। 

এসব অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, এই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের অন্যায়, বৈষম্য ও সুশাসনের অভাবের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। 

তারা ভবিষ্যতে স্বৈরাচারী শাসন প্রতিরোধ, নৈতিক শিক্ষা জোরদার  ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।