শিরোনাম
বগুড়া, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের উদ্যোগে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচিতে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রাটি বগুড়া আইনজীবী সমিতির চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আইনজীবী সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
পথযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আইনজীবীরা শুধু আদালতের ভেতরেই নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ধারক ও বাহক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি ও বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবদুল বাছেদ।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মতিন মন্ডল।
কয়েকশ আইনজীবী এ পদযাত্রা ও সমাবেশে অংশ নেন।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।