শিরোনাম
ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে যান নাহিদ।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপি নেতৃবৃন্দ বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার অবদান অব্যাহত রাখবেন বলেও এনসিপি নেতারা আশা প্রকাশ করেন।