বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৮:৪৬

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিংব্রিজের চাকা ফেটে একজনের মৃত্যু 

সিলেট, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রক্ষণাবেক্ষণ কর্মী রুমান আহমদ (২২) মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন এনামুল (২৫)। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে বাসস'কে জানান, আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের পাঁচ-ছয় জন লোক চাকা খুলছিলেন। এসময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। এতে টেকনিশিয়ান টিমের দুই জন কর্মী আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় রুম্মানকে (২২) সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানী হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে পরে পাঠানটুলাস্থ রাগীব রাবেয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান।

রুমনের বাড়ি নগরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত এনামুলের (২৫) বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।