শিরোনাম
সাতক্ষীরা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় শিক্ষর্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা মুফতী আব্দুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নূরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান।
আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, মঞ্জুরানী দেবনাথ, কৃতী শিক্ষার্থী ওয়ালিদ হাসান, আনতারা আনিকা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, তাদের আচরণ, সততা, ও মানবিক গুণাবলি দিয়েও সমাজকে আলোকিত করবে। তাদের প্রতিভা যেন দেশ ও জাতির সম্পদ হয়ে ওঠে, সেই আশাই আজকের এই আয়োজনের মূল প্রেরণা।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি, আলিম ও কারিগরি পর্যায়ের ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ২০২২ সালের এসএসসি’র ১০ জন, এইচএসসি’র ১০ জন এবং ২০২৩ সালের এসএসসি’র ১০ জন ও এইচএসসি’র ৯ জন শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীদের এককালীন এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।