বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৮:৩৫

পলিথিন ব্যবহার বন্ধে কক্সবাজারে র‌্যাবের নানা উদ্যোগ

ছবি : বাসস

কক্সবাজার, ৩১ জুলাই ২০২৫ (বাসস): নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। 

কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া মাইকিংয়ের মাধ্যমেও প্রচার চালাচ্ছেন র‌্যাব সদস্যরা। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় র‌্যাবের তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই প্রচারকাজে কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হবে। জনসচেতনতা কার্যক্রম শেষে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাজমুল ইসলাম বলেন, মাত্র একবার ব্যবহারযোগ্য অসংখ্য পলিথিন ব্যাগ জনজীবনে বিপর্যয় সৃষ্টি করছে। পলিথিনের তৈরি শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ। কিন্তু এখনও এসব অতিমাত্রায় ব্যবহার করা হচ্ছে। এতে ক্যান্সারসহ নানা প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে।

কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান মুজিবুল হক বলেন, বিকেল থেকে শহরের প্রধান সড়কের দুই পাশে এবং অলিগলিতে স্থাপিত পাঁচ শতাধিক দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন মুড়িয়ে। ব্যবহারের পর এসব পলিথিন নিক্ষেপ করা হয় শহরের বিভিন্ন নালা ও বাঁকখালী নদীতে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই পলিথিন বিরোধী র‌্যাবের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।