বাসস
  ৩১ জুলাই ২০২৫, ১৭:০৫

জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সভা 

ছবি : বাসস

জয়পুরহাট, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জয়পুরহাট পৌর প্রশাসক মোহা. সবুর আলী, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ প্রমুখ।

সভায় আগামী ৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।