শিরোনাম
সুনামগঞ্জ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল ১০ টায় সুনামগঞ্জে পদযাত্রা করেছেন জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. শামসুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. আমিরুল হক এর সঞ্চালনায় এ সমাবেশে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর এ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, এ্যাড. আব্দুল হক, এ্যাড. মাসুক আলম, এ্যাড. শেরেনুর প্রমুখ।