শিরোনাম
ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, জুলাই বিপ্লবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে অত্যন্ত সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
আজ বুধবার ‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ আয়োজিত ‘জুলাই বিপ্লব ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক রইছ বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্য যে কোনো রাস্তার দেয়ালে আঁকা একটি গ্রাফিতিই চলার পথে মানুষের মনে পূর্ণাঙ্গ ইতিহাসের বার্তা পৌঁছে দিতে পারে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের রঙ, তুলির ছোঁয়ায় একটি প্রতিবাদী শিল্পধারা নির্মাণ করেছে- যা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করা এবং কখনোই কারো ক্ষতির উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার না করা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলপ্তগীন।
এ উপলক্ষ্যে জুলাই স্মৃতি প্রবন্ধ ও পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী নোভা সুলতানা প্রমি এবং পোস্টার প্রতিযোগিতায় প্রথম নূর এ জান্নাত মিম।
অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন।