বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১৯:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমাজের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই: ঢাবি উপাচার্য

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক প্রতিষ্ঠান না হয়ে সমাজের একটি মৌলিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাক। সে লক্ষ্যে সরকারি নির্ভরতা কমিয়ে, আমাদের নিজস্ব সম্পদ ও সামাজিক সম্পর্ককে কাজে লাগাতে হবে। 

তিনি আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

অনুষ্ঠানে তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের অধীনে শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী ও তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের দাতা শারমিন আহমদ।

স্মারক বক্তৃতা করেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। 

সঞ্চালনা করেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে  ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা আজ একজন সব্যসাচী ব্যক্তিকে সম্মান জানাচ্ছি। যিনি কর্মজীবনে অমোচনীয় অবদান রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই পরিবারের সম্পর্ক আরও গভীর ও স্থায়ী হবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ধরে রাখা। আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো ‘৫২, ‘৬২, ‘৬৯, ‘৭১, ‘৯০ এবং সর্বশেষ ‘২৪ সাল। এসব আন্দোলনের মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে। এগুলোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আমাদের সামনে কিছু নতুন পথ খুলে দিয়েছে, কিছু অবস্থানে আমরা পৌঁছেছি। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ট্রাস্ট ফান্ড নিয়ে কাজ করা আমার দায়িত্বের অংশ হলেও এ কাজ করতে গিয়ে আমি এক ধরনের সম্মান ও গর্ব অনুভব করি। এসব কাজ শুধু প্রশাসনিক নয়, মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গা থেকেও পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমার কাছে প্রশ্নের ঊর্ধ্বে। যারা এই মহান যুদ্ধে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা ও গভীর আবেগ রয়েছে।

অনুষ্ঠানে স্বর্ণপদক পেয়েছেন- শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ইতু আহমেদ, বৃত্তি পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্তী মোসা. লিমা খাতুন, রচনায় প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মনির হোসেন সিয়াম (১ম), বিশ্ব ধর্ম ও সংস্কৃত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূরুদ্দীন মুহাম্মাদ (২য়), শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুমতাহানা হাবীব (৩য়), অর্গানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী নাফিজা (৪র্থ) এবং ক্রিমিনোলজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আরিফুর রহমান (৫ম)।