শিরোনাম
সাতক্ষীরা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই শহীদদের স্মরণে আজ বুধবার সকালে শোক র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা স্কাউটস্ কমিশনার মো. আব্দুল মাজেদ, সহকারী কমিশনার হোসনেয়ারা সাথী, জেলা স্কাউটের ক্যাব লিডার স্বপন কুমার মিত্র, সদর উপজেলা স্কাউট লিডার মো. জহুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।