শিরোনাম
যশোর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত এ র্যালির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
রাইটস যশোর কার্যালয়ে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর কনসালটেন্ট আরিফুজ্জামান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের পরিচালক প্রদীপ দত্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সহযোগিতা, সচেতনতা ও দক্ষতার ভিত্তিতে। সরকারের একার পক্ষে বৈশ্বিক এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না। এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বয়।