শিরোনাম
নেত্রকোনা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলার হরিপুর এলাকায় ‘মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটি’র আয়োজনে ‘নাজিরপুর’ ও ‘ কৈলাটী’ ইউনিয়নবাসী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন পালন করেছেন।
বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা”, “বাঁধ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা” এবং “বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙ্গে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে” ব্যানারে এমন বাক্য লিখে মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
এ কর্মসূচিতে বক্তব্য দেন, মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নদী খননের বিপক্ষে আমরা নই। কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক নদী নাব্যতা হারিয়েছে। সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চলছে, এর তীব্র নিন্দা ও জানাই।