শিরোনাম
চাঁদপুর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ দুপুরে একটি বেকারিতে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ফার্মেসী মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকি অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি বলেন, সদরের রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী বাজার এলাকায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় শাহতলী বাজারের মা মেডিকেল হল মালিককে ২ হাজার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ছোট সুন্দর বাজারের আনন্দ বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য - বিক্রয় এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, এই কর্মকর্তা।