বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১৬:২৩

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি জব্দ 

ভারতীয় বাজি জব্দ। ছবি : বাসস

কুমিল্লা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চারলাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার ভোরে সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী রসুলপুর এলাকায় অভিযানকালে এসব ভারতীয় বাজি উদ্ধার করেন বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার নং ২০৮০ থেকে বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বিজিবি। এসময় ৪ লাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৬৭ হাজার দুইশ’ টাকা। 

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে সংবাদ বিজ্ঞাপ্ততে উল্লখ করা হয়েছে। 

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।