শিরোনাম
হবিগঞ্জ, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বানিয়াচঙ্গ উপজেলায় আজ বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষু পাল (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনই প্রামের বিপিন পালের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার গুনই গ্রামে নিহত বিষু পালের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। বুধবার সকালে নিহত বিষু পাল অসাবধানতার বসে বিদ্যুৎতায়িত হলে দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎক মৃত ঘোষনা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে বলে জানান তিনি।