বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১০:২০

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার মোংলা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজিত। ছবি : বাসস

মোংলা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জলবায়ুর অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচাও স্লোগানে মোংলায় পালিত হয়েছে ‘বিশ্ব বাঘ দিবস’।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক সভাটির আয়োজন করা হয় মোংলা উপজেলা অডিটোরিয়ামে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে হবে। বিষযুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগকারীদের ও বাঘ পাচারকারীদের রুখতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা জরুরি বলেও দাবী করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ছিল আন্তর্জাতিক বিশ্ব বাঘ দিবস। বিশ্বে বাঘ সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই দিবসটি পালন করা হয়। যার প্রধান উদ্দেশ্য হলো বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে ভুল ধারণা ও ভয় দূর করা। 

দেশে এবারের দিবসের স্লোগান ছিল ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’। বাঘ বাংলাদেশের জাতীয় পশু। 

তাই এ দিবসটি গুরুত্ব সহকারে পালন করা হয়।

বাংলাদেশে ২০১৫ সালের বাঘ গণনায় ১০৬টি, ২০১৮ সালে ১১৪টি এবং সর্বশেষ ২০২৪ সালের গণনায় ১২৫টি বাঘ পাওয়া গেছে। বাঘ নানামুখী হুমকির সম্মুখীন হলেও দেশে বাঘের সংখ্যা বাড়ায় কিছুটা আশার সঞ্চার করছে।

সুন্দরবনই বর্তমানে বাংলাদেশের বাঘের শেষ আশ্রয়স্থল। জলবায়ু পরিবর্তনের ফলে আবাসস্থল সংকুচিত হওয়া, চোরা শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যসংকট ও কার্যকর টেকসই পদক্ষেপের অভাবে সেখানেও রয়েল বেঙ্গল টাইগার অস্তিত্বসংকটে রয়েছে। 

গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠেছে বলেও বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে।