শিরোনাম
ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৭৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৯ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৭৮ জন আসামিকে গ্রেফতার করেছে। এসময় দুইটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড কার্তুজ (১২ বোর লিডবল), ৩ রাউন্ড গুলি, দুইটি ককটেল এবং ৪ টি দা জব্দ করা হয়েছে।