শিরোনাম
মাগুরা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলার মহম্মদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হালনাগাদ মূল্য তালিকা না টানানো, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে পণ্য সংরক্ষণের অভিযোগে মেসার্স মোল্লা স্টোরের মালিক এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়ায় মেসার্স রাজু ফার্মার মালিক সৈয়দ আব্দুল্লাহ ফারুককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তাকে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মহম্মদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।