বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৮:৪৫

নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ছবি : বাসস

নেত্রকোনা, ২৯ জুলাই ২০২৫ (বাসস): জেলার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

এছাড়া উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় নৌকা মালিক মো. কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন।

জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু প্রশাসনের জিম্মায় থাকবে এবং পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।