বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৮:০০

বগুড়ায় নারী স্বাস্থ্যশিক্ষা প্রসারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মঙ্গলবার জেলায় ৩ দিনব্যাপী নারী সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রসারে শিক্ষার্থী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়। ছবি : বাসস

বগুড়া, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় ৩ দিনব্যাপী নারী সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রসারে শিক্ষার্থী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা পরিষদের কনফারেন্স রুমে এর উদ্বোধন করা হয়।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে ক্যাসকেডিং গার্লস এলিভেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসানা আফরোজা।

বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন, জেলার ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই-শাদীদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক, সহকারী প্রকৌশলী মো: মোহায়েদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান সহকারী মো: শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী অভিতেষ বর্দ্ধন, হিসাব রক্ষক মো: শায়রুল ইসলাম।

প্রশিক্ষণে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।