বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৫:২৪

বাগেরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : বাগেরহাটে ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এ সময় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধিক নম্বর নিয়ে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান আলী।  

অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলাম। সভায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণ, ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। এই কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখবে ও দেশ সেবায় আত্মনিয়োগ করবে।