শিরোনাম
ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলী জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের তরুণ জনবলের বিপুল সম্ভাবনা জাপানের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ ওসাকায় ‘বাংলাদেশ থেকে শিক্ষার্থী আনার ক্ষেত্রে জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, টোকিও এবং বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বিএসএসএজি)।
রাষ্ট্রদূত দাউদ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রায় ৩০টি জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
রাষ্ট্রদূত বলেন, ‘জাপানে ক্রমবর্ধমান শ্রমঘাটতি দেখা দিচ্ছে, ফলে দক্ষ বিদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। অন্যদিকে বাংলাদেশে প্রচুর উদ্যমী, শিক্ষিত ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন তরুণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যথাযথ ভাষা প্রশিক্ষণের মাধ্যমে এই তরুণরা জাপানের শ্রমবাজারে কার্যকরভাবে অবদান রাখতে পারবে এবং উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে।’
তিনি বলেন, জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এই সুযোগ কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করা দরকার।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি জাপানি ভাষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে ভর্তি করে এবং মানসম্পন্ন ভাষা শিক্ষা ও সামাজিক একীভূকরণের মাধ্যমে তাদের সমর্থন দেয়।’
কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ সেমিনারে অভিজ্ঞতা ভাগ করে নেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষায় আরও সুযোগ তৈরির আহ্বান জানান।
বিএসএসএজি সভাপতি নাগামাসু ফারুক ও অন্যান্য জাপানি ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেমিনারে বক্তব্য রাখেন।