বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১৫:৩৪

মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা 

বিমান বিধ্বস্তে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা নিবেদন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা জানিয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষে সোমবার দুপুরে উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করে। 

উক্য চিং মারমার বাড়ি রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় তার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। উক্য চিং মারমার পারিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও উক্য চিং মারমার বাবা, মা, আত্মীয় স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।