শিরোনাম
সুনামগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৩২টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসাবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউ টিন এবং প্রতিটি পরিবারকে তিনহাজার টাকার চেক প্রদান করা হয়।