শিরোনাম
গোপালগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলো, মান্নান হাওলাদার মনু (৫৫)। তিনি কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে। সে সাবেক ইউপি সদস্য ছিলেন।
আজ শনিবার কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মান্নান হাওলাদার গোপালগঞ্জ মেয়ের বাড়ি থেকে ভ্যানে করে কোটালীপাড়া নিজ বাড়িতে ফিরতেছিলেন। মাঝবাড়ি বাসস্টান্ড এলাকায় পৌঁছালে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাবেক ওই ইউপি সদস্য। আহত অবস্থায় প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।
ওসি আরও জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।