বাসস
  ২৬ জুলাই ২০২৫, ১০:৩৮

শিবালয় উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা 

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

মতবিনিময় সভায় আরো ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।