বাসস
  ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬

মুছাপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, দিদার খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী নুর হোসেন, আব্দুল কাদির প্রধান, বিল্লাল মেম্বার এবং মদনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আনছার আলী প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।