শিরোনাম
মুন্সিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, দেশে আর যেন কোনো নিরীহ প্রাণ এভাবে বিমান দুর্ঘটনায় না ঝরে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি শুক্রবার এ কথা বলেন।
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গত ২১ জুলাই শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ প্রাণ হারান। আহত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন দেড় শতাধিক মানুষ। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিলের।
প্রধান অতিথির বক্তৃতায় সপু আরো বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যারও সমাধান হয়ে যাবে।
সেসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।