শিরোনাম
ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করার অর্থ বাংলাদেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। তিনি বলেন, এমন ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গতকাল এ কথা বলেন।
কয়সর আরও বলেন, ‘যারা অপরাধে জড়িত আর যারা তাতে সহযোগিতা করে তারা উভয়ই সমান দোষী। এসব অপরাধীদের স্থান বিএনপিতে হবে না। দলে কেউ অপরাধের সঙ্গে জড়ালে তাকে দল থেকে বের করে দেওয়া হবে।
কয়ছর বলেন, বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হবে। দেশবাসী আশা করে, তিনি তার কথা রাখবেন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মল্লিক মইন উদ্দিন সোহেল, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, বিএনপি নেতা অ্যাডভোকেট শেরেনূর আলী, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, নুরুল ইসলাম নুরুল,আবু হুরায়রা সাদ মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।