বাসস
  ২৪ জুলাই ২০২৫, ২০:৩২

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ 

বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ । ছবি : বাসস

সিলেট, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি গতকাল ও আজ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার টাকা।

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, গরু, টমেটো, চিনি ও সুপারি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কনেল মো. নাজমুল হক বাসসকে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।