শিরোনাম
সিলেট, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার গোয়াইনঘাটে বজ্রপাতে জামিল আহমদ নাবিল (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল গ্রামের জালাল উদ্দীনের ছেলে ও আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমদ জানান, পরিবারের কৃষি কাজে সহযোগিতা করতে বাড়ির পাশে ধানক্ষেতে গিয়েছিল নাবিল। সকাল সাড়ে সাতটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।