বাসস
  ২৪ জুলাই ২০২৫, ১৭:১৭

রাজশাহীতে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু  

রাজশাহীতে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু । ছবি : বাসস 

রাজশাহী, ২৪ জুলাই ২০২৫ (বাসস): রাজশাহীতে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা মেলা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের গ্রিন প্লাজায় এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশ রক্ষা করে ও প্রাণী জগতের জন্য অক্সিজেন প্রদান করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। 

সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নানা প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চারা উৎপাদনকারী নার্সারির মালিকদের মধ্যে ব্যাংক চেক হস্তান্তর করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বনবিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।