শিরোনাম
সাতক্ষীরা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে জেলা আইজীবি সমিতির ৪র্থ তলায় হলররুম এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা ইউনিটের আহবায়ক এ্যাড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. নুরল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জজকোর্টের পিপি এ্যাড. আব্দুস সাত্তার, জিপি এ্যাড. অসীম কুমার মন্ডল, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. আলমগীর আশরাফ, অতিরিক্ত পিপি এড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।