বাসস
  ২৪ জুলাই ২০২৫, ১৬:৪৪

বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কুমিল্লার মাহতাব মারা গেছে 

কুমিল্লা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ মাহতাব উদ্দিন (১৪) আজ দুপুর ১টা ৫০ মিনিটে মারা গেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার রাতে মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকেই মাহতাবের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। 

মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মিনহাজুর রহমান ভুইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম। মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামে।