শিরোনাম
পিরোজপুর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ পারফরমেন্স বেজড গ্রাউন্স ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
আনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ।
এবারের এসএসসি ও গতবছরের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির ভিত্তিতে সদর উপজেলার ৩৭ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ ও দোয়া মোনাজাত করা হয়।