বাসস
  ২১ জুলাই ২০২৫, ২২:৫৯
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২৩:১৫

বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস) : সরকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা প্রদান করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। 

সরকারি হাসপাতাল ছাড়াও সকল বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্যও পরামর্শ দেয়া হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।