বাসস
  ২১ জুলাই ২০২৫, ২০:৫৯

বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোক, সহায়তার প্রস্তাব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোদি বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তাটি সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।