শিরোনাম
ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। তবে যাচাই-বাছাই করে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদনে সন্নিবেশিত তথ্যেও কিছু ঘাটতি পেয়েছে ইসির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।
দলগুলোকে ত্রুটি সংশোধনে জন্য ১৫ দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে ইসি। আজ প্রথম পর্যায়ে ৬২টি দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেয়া হচ্ছে বলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ বাসসকে জানিয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনে কিছু ঘাটতি রয়েছে। ১৫ দিন সময় দিয়ে আজ ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বাকী ৮২টি দলকে চিঠি দেওয়া হবে। ১৫ দিনের সময় দিয়ে এ চিঠি দেওয়া হচ্ছে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ১৪৪টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়ে। আগ্রহী দলগুলোর আবেদনের শেষ সময় ছিল ২২ জুন।
১৪৪টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন।
এর আগে গত ২৬ জুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২ জুন পর্যন্ত আমাদের সময়সীমা নির্ধারণ করা ছিল। এই সময়ের মধ্যে ১৪৭টি আবেদন আমরা পেয়েছি। এরমধ্যে তিনটি আবেদন পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে ১৪৪টি দল নিবন্ধনের আবেদন করেছে।’
তিনি বলেন, এই আবেদন পর্যালোচনা করার জন্য একটি চেকলিস্ট তৈরি করেছি। এই বিষয়ে কাজ করার জন্য ইসির ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন আবেদনগুলোর প্রাথমিক যাচাই বাছাই করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারপর পরবর্তী কার্যক্রম করা যেতে পারে।