শিরোনাম
ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে রবিবার সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক আহম্মেদকে (৫২) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। তিনি এক বছরের কারাদণ্ড এবং ২৮ লাখ ৭২ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসি'র টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলায় এই সাজা হয়েছিল। গ্রেফতারের পর তাকে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।