শিরোনাম
সিলেট (শাবিপ্রবি), ১২ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’ আয়োজিত এ উৎসবে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে অভিনন্দন। এমন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উপযোগী করে গড়ে তুলতে সহায়ক হবে। তাদের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিস্তার লাভ করবে।
উৎসবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ১১টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২২ জনকে পুরস্কৃত করা হয়।