শিরোনাম
ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-সহ চারটি বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনের অষ্টম সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন (ইসি)’র সভাকক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কমিশন সভা শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি’র সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় অংশ নিয়েছেন।
সভার আলোচ্য সূচির মধ্য রয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মনোনয়ন পত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ এবং বিবিধ বিষয়।